রাত দুপুরে শোবার ঘরে
কে আছিস তুই ওরে?
কেন ডাকিস মিছি মিছি
ঘুম ভাঙ্গাতে ভোরে?


তোর চোখেতে নেই কোনো ঘুম
থাকিস একা জেগে,
তোর ভয়েতে চোরেরা সব
কোথায় যায় যে ভেগে।


কেন ডাকিস ঘেউ ঘেউ করে
নেই কিরে তোর কাজকাম?
ঘুমিয়ে পড় আমার পাশে
পাবি শীতে বেশ আরাম।


তোর জন্য আছেরে বালিশ
আছে গরম কাঁথা,
তুইযে ভাবিস ভাবেনা কেউ
নেই তোর জন্য মাথাব্যথা!


তুইতো সবাকার আপন জন
তুই মোদের পরিবার,
মানুষ যদিও হয় বেঈমান
তুই শুভাকাঙ্ক্ষী সবার।