চলে গেলেন একে একে সবাই  
বাংলার মহান সেইসব গুণীজন,
কি দুঃখে ছাড়লেন তাঁরা এ ধরা?
জাগে মনে এ প্রশ্ন সারাক্ষণ।


কত যুগ জ্বলেছেন তাঁরা বিষানলে
দেখেছেন পরিবেশের হাজারো অসাম্য,
চাননি  তাঁরা  এরূপ অসুস্থ পৃথিবী  
ছিলো না তাঁদের কভু এটা কাম্য।


জন্ম নিচ্ছে প্রতিদিন বিভেদের বীজ
দেখেছেন তাঁরা সদা অসাম্যের লক্ষণ,
রক্ত পিপাসুরা করেছে রাতদিন সব চুরি
কেড়ে নিয়ে নিজেরা করেছে সবকিছু ভক্ষণ।


দেখেছেন তাঁরা ন্যায় নীতির অস্তমিত সূর্য
শুনেছেন অন্যায়ের পক্ষে গাওয়া গীত,
মনে জেগেছে এঁদের সবাকার একটাই প্রশ্ন
বড় হতে লাগে আজকাল অন্যায় ভিত।


কত কষ্ট কত যন্ত্রণা বুকে নিয়ে
গুনেছেন বসে বসে তাঁরা দিন,
ছেড়ে যেতে চেয়েছেন মনে মনে
ভুলে যেতে চেয়েছেন সেই সব দুর্দিন।


অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে চোখে
ভেবেছেন আসবে আবার সবার সুদিন,
বেলা শেষে তাঁদের দুচোখ ভরা শুধু জল
হারিয়ে গেলেন একে একে সেই সব গুনিন।