বাধা দিলে দাও বাধা
বাধারে করিনা ভয়
লড়ে লড়ে যা পেয়েছি
ধরে রাখবো নিশ্চয়।


অনেক তো দিলে বাধা
রাখলে সরিয়ে দূরে
ঘরে লাগালে আগুন
সবকিছু গেলো পুড়ে।  


তারপর বেঁচে আছি
রণেতে দিইনি ভঙ্গ
খেলছি আসল খেলা  
ত্যজিয়া নকল সঙ্গ।  


পৌঁছবো ঈপ্সিত লক্ষ্যে
আঁধারের জাল কেটে
শেষ হাসিটা হাসবো
বিজয়ের পথে হেঁটে ।