শূন্য দিয়ে শুরু---
নেই কিছু তাতে,
সত্য মিথ্যায় প্রশস্তি;
চেনা অচেনায় কলহ;
অজান্তে অবচেতনে বিষ,
নিরীহ জ্বলে রোষানলে।।


চরম নৃশংসতায়
মুখ থেকে রক্ত
মারমুখী জনতা
চেনায় সাক্ষাৎ শ্বাপদে।


ঘটনার ঘন ঘটায়
অবতরণ নেতার,
হেলানো বাঁকা অঙ্গুলি--
আইন রসাতলে।


উদ্বাস্তু কলোনিতে
একা নিঃসহায়া,
বুক ভরা ব্যথা নিয়ে
ঝরায় অশ্রু নীরবে।


সমবেদনা ধাক্কা মারে
মনের চৌকাঠে,
পারিনা, হেরে যাই;
রক্ত ক্ষরণ ঘটে ---
তীব্র আক্রোশে।


গুমরে মরে হাহাকার,
স্বপ্নের জাল কেটে
বাস্তবের মাটিতে
জাগে বদলার অভিলাষ।


হারে নেতা,
অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদ মাথা তুলে,
জাগে মান হুশ;
জেতে মানবতা।