বুকের ভেতর হাতুড়ি পিটছে বারবার
মন বলছে, তুই কি হয়ে গেছিস কাপুরুষ?
দেশের জন্য লড়বি না কি একটি বার
যদি হয়ে থাকিস সত্যিকারের মানুষ!


দেশের যা আজ হাল হকিকত,কি করে
তুই আরামে  আছিস বিছানায় শুয়ে,
ভাবছিস না একবারও; চেয়ে দেখ তুই
মজা লুটছে পরস্পর ঝগড়া লাগিয়ে দিয়ে।


দেশের সম্পদ করছে লুট অবাধে ওরা
দেশের কথা একটি বারের জন্যও ভাবছে না,
দেশের মাঝে চারদিকে আগুন লাগিয়ে দিয়ে
আনন্দে তারা কি নাচনটাই না নাচ্ছে না।


করবি না কিছু কিরে এ মন  মানুষটা
থাকবি কি  একা একা এমনি করে শুয়ে
দেশ মাতৃকা আজ কাঁদছে দেখ দিনরাত
দেশের মার চোখের জল দিবি না মুছিয়ে?


ধররে কলম কররে লড়াই লেখরে কবি
শত সহস্র অন্যায় অবিচারের কথা,
মানুষ তো জীবনে মরে একটিবারমাত্র
দেশের জন্য মরলে জীবন যায়না বৃথা।