চারদিকে নেই একটু বৃষ্টি
কি তীব্র জলের হাহাকার!
ঘরের থেকে হোক না শুরু
জলের পরিমিত ব্যবহার।


জল নিয়ে ভাষণে লাভ নেই
লাভ নেই বলে বড় বড় কথা,
নিজেই যদি মানতে না পারি
কি হবে বলে এসব কথা অযথা?


কতকাল কত যুগ চলছে প্রচার
তবুও আছি আমরা নীরব,
কেউ লাগাচ্ছি না চারা গাছ
কি হবে আজ হয়ে সরব?


বাড়ছে তাপমাত্রা ,বাড়ছে এ.সি
সংখ্যায় বাড়ছে রেফ্রিজারেটর,
আসল কাজ করি না কেউ
শুধু করি অকারণ বকর বকর।


বাতাসে বাড়ছে সিএফসি
হচ্ছে ফুটো ওজোন স্তর,
ইউ ভি রশ্মি আসছে ধেয়ে
কি করবি সব এবার কর?


ভাগ্য গড়ার ক্ষমতা আজি
আছে যাদের শক্ত দুটি হাতে,
ইচ্ছে করলে পারে তারাই
এ পৃথিবীকে আমূল বদলাতে।


আনতে যদি চাও বদল
লাগাও সবাই সবুজ গাছ,
চেতনায় শান দিয়ে তাই
করো জলের ব্যবহার হ্রাস।