রাত দুপুরে বিছানাতে  
ঘুম জড়ানো চোখে,
পথে পথে ঘুরছে কে সে
বলো মুখটি দেখে?


খুঁজতে কেন এলো রাতে
জানো কি অভিপ্রায়?
কেন কাঁদছে একা বসে  
কেন সে অসহায়!  


হঠাৎ কি ঘটলো জীবনে  
আনলো টেনে হেথায়,  
হাজারো প্রশ্ন ঘুরপাক খায়
উত্তর খুঁজি কোথায়?  


কে দেবে তার সঠিক উত্তর
উত্তর তার কে জানে ?
কেন যে দেখছো না চেয়ে
ভাবছো কি আজ মনে?


সংসারে ঠোকাঠুকি তো
রোজ দিনের ঘটনা,  
সত্যতা আছে কি তাতে
না কি এ রটনা?


তাকাবে না যদিও জানি
জানো পেছনের সব,
তাই তো তুমি আছো বসে  
অশ্রু চোখে নীরব।      


হেলায় তুমি ভেঙে দিয়ে
কেন এলে চলে?
যাও ফিরে আবারো তুমি
যতই যাইনা জ্বলে!