ধরেছে জোরে মাথাটা
করছে কেমন মন,
রঙের সাথে রঙ মিলিয়ে
খেলছি সারাক্ষণ।


নেই ঘরেতে সে তো আজি
তাইতো লাগে ফাঁকা,
কেউ বুঝুক আর নাইবা বুঝুক
যায় না একা থাকা।


মনটা যে আসে না বশে
কি যে আজকে করি,
পথের পানে চেয়ে চেয়ে
ভয় আশঙ্কায় ডরি।


বেলা গড়ায় সন্ধ্যে আসে
জ্বলেনা সন্ধ্যা বাতি,
তার আশাতে থাকি বসে
নামে আঁধার রাতি।


রাতি এলেই ভয়ে মরি
অন্ধকার দেখি চোখে,
আসবে কখন চোখের সামনে
ধরবো জড়িয়ে বুকে।