যেখানেতে আছে লেখা এ জীবনের শেষ ঠিকানা,
তেমন জায়গা আছে জানলে দেখতে যেতে তো নেই  মানা।
হয়ে আমি ময়ূর পঙখী যাবো দেখতে উড়ে উড়ে,
বেশ আনন্দ  হবে মনে পৌঁছালে ওই  কাঙ্ক্ষিত  মন্দিরে।
একা একা ভাবি বসে ইহ-পর কালকে নিয়ে,
কখনো তো পাইনা খুঁজে করবো বিচার কি দিয়ে?
দিনের শুরু হয় সকালে সূর্য যখন উঠে পুবে,
নকল আসল তেমন তর স্থান আছে কি এ ভবে?
চঞ্চল প্রাণটা চায় তো উড়তে ডানা মেলে পাখি হয়ে,
লেফাফাতে লিখে রাখা শেষ  ঠিকানা কেউবা যদি  যাও দিয়ে।