সময় পেরিয়ে  যায়----
যায় দিনের আলো সরে,
নেমে আসে রাতের অন্ধকার
সেদিন আর আসে না পৃথিবীতে ফিরে।


একের পর এক দিন কেটে যায়
নতুন বছর  আবার আসে ফিরে,
বয়সের  মুকুটে যুক্ত হয়  নতুন পালক
মনের ভেতরে বিদায়ের ঘন্টা বাজে নতুন সুরে।


শৈশব পেরিয়ে  যায় হাসতে খেলতে
কৈশোরে রক্তে লাগে দোলা,
নানা রঙিন স্বপ্নে বিভোর মন নিয়ে-----
শুরু হয় এ জীবনে নতুন করে পথ চলা।


পেরিয়ে যাব সব বাধা
এ সময়ে মনে থাকে গভীর প্রত্যয়,
করবো লড়াই,  উড়াবো বিজয় নিশান ----
মন বলে, হবে জয় নিশ্চয়।


যৌবনে পড়ে পা
ফুটে রক্ত টগবগ করে,
লঙ্গিত হয় আসমুদ্রহিমাচল ----
এ সময়ে সব বাধা সরে যায় ফুৎকারে।


সময়ের সাথে সাথে বাড়ে বয়স
যুক্ত হয়  আরো অনেক পালক মুকুটে,
কালসাপ বাসা বাঁধে রক্তে-----
সব কেরামতি থেমে যায় জীবনের পাটে।


জীবনের শেষ বেলায় আজ  শুধু মনে পড়ে,
জন্মিলে মৃত্যু হবে এই বিশ্ব চরাচরে।
ক্ষুদ্র স্বার্থে জীবন টাকে যে করে বিসর্জন----
নিয়তির অট্ট হাসি তাড়া করে তাকে সারাক্ষণ।


জীবন যুদ্ধে শেষ হাসি
সেইজন হাসে,
কুটিলতা ছেড়ে যে জন
মানুষেরে ভালো বাসে।


ভালোবাসা হোক চিরন্তন
হিংসা দ্বেষ থাকুক দূরে,
একটি ই প্রার্থনা হোক শেষ বেলাতে----
জীবনের জয়গান গেয়ে, ছেড়ে যেতে পারি যেন এ পৃথিবী----
নতুনের সাথে সুর মেলাতে মেলাতে।