অন্তিম শয্যার পথে যেতে যেতে
দেখেছি শুধুই মৃত্যু আর মৃত্যুর মিছিল
ডাইনে বাঁয়ে উপর নীচের সর্বত্র----
নীল আকাশে উড়িছে শকুন চিল।
সামনে সীমাহীন পথে দেখেছি_-----
ধীর পায়ে হেঁটে চলছে ঐরাবত
পিষে দিচ্ছে ক্ষণে ক্ষণে কমনীয় প্রাণ    
জীবনের শেষবেলা যেই সমাগত।  
হায় হরি! কেঁদে মরি;
মনটা আজ বড়ই চঞ্চল,
নেই হাতে পল খেলা শেষ
শুধু জীবনে জীবন বদল।