দাঁড় কাকটা আজ কাঁদতে গিয়ে
কাঁদতে কেন গেছে  ভুলে?
চড়ুইপাখির কিচির মিচির
কে  নিয়ে গেছে যে  তুলে?


টুনটুনি টা কোথায় গেলো?
পাইনি যে তার আজও খোঁজ,
সন্ধ্যাবেলা প্রতি রাতে
চলছে কাদের সেথা মহাভোজ?


রোজ রাতে রাস্তার লাল আলোয়
দাঁড়িয়ে থাকে কে যে ও,
দিনের বেলা গভীর ঘুমে
রাতে খুঁজে মনের কেউ।


জগত খানি এত কঠিন!
খটকা লাগে তাই তো মনে,
যে যেমন পারে  ছাড়ে জগৎ
কেউ কি বুঝে জীবনের  মানে?


যেমন তেমন চলা নয় জীবন
জীবন মানে ভাঙা-গড়া খেলা,
বাঁচবে যে কদিন থাকো  খুশি,
দুঃখে ভাসিয়ো না জীবন ভেলা।