দেখতে দেখতে পেরিয়ে গেলি
এক এক করে একুশ টা বছর,
সাবালক হয়েও আছিস ছোট্টটি
উঠতিস ছেলে বেলায় ঘাড়ের 'পর।


স্কুল জীবন গেছিস পার হয়ে কবেই
পা রেখেছিস কলেজের আঙিনায়,  
হোস্টেলে কাটাবি আরো ক'টা বছর    
ভুল করেও দিসনা পা ভুল সীমানায়।


চলতে পারিস তুই যেখানে সেখানে  
স্বাধীন মুক্ত;এখন না কারোর অধীন,
ভাবনা চিন্তায় থাক স্বাধীনতা-স্বতন্ত্রতা  
মুক্ত চিন্তার পতাকা থাক সদা উড্ডীন।  

লক্ষ্য রাখ স্থির; এগিয়ে চল সামনে
রাখিস না ভাবনায় শুধু নিজের কথা,
পড়াশুনোর পাশে রাখ নাটক কবিতা
স্থান দিস সেথায় মা মাটি মানুষের ব্যথা ।


মানুষ হয়ে মানুষের কথা না ভাবলে
মিথ্যা হবে তোর পড়া শোনার সব আয়োজন,
আগে ভাব মানুষের কথা; বুঝ মানুষের মন      
অর্থকে ভাবিসনা বড় যদিও আছে প্রয়োজন।

আসবে এভাবে প্রতি বছর শুভ জন্ম দিন
নিবি ঐদিন মানুষের জন্য কিছু করার শপথ,
সার্থকতা পাবে তা হলেই এ পৃথিবীতে আসা
চলবে আগামীতে সঠিক দিশায় জীবন রথ।