মাথার উপর ঘুরছে ফ্যানটা
ভন ভন করে ভীষণ জোরে,
একদিন সেতো যাবে থেমে
সব যোগাযোগ সাঙ্গ করে।
  
এমন করে কেন থামে  
প্রশ্ন জাগে এ মনেতে,  
চলছিল সেতো বেশ ভালো
কাড়লো প্রাণ তার কোন জনেতে!


যন্ত্র সেতো থামবে একদিন
যেদিন শক্তি হবে সব তার শেষ,
মানব জীবনও থামে ওমনি
রেখে যায় যে তার শুধু রেশ!


শক্তি লাগলে ভালো কাজে  
রাখে মানুষ তারে মনে,
জীবদ্দশায় এইটুকু কাজ
করে ধরায় কত জনে!  


ভালো কাজের আছে মূল্য
ফালতু কেন ভুলভুলাইয়াতে?
সঠিক দিশায় যাও বেয়ে নাও
খুঁজে পাবে মানে জীবনেতে।