কাজ আর কাজ
সারাদিন শুধুই কাজ,
কাজ ছাড়া নেই কিছু
এ জীবনে আর আজ!


কর্মক্ষেত্রে কাজ, ব্যক্তিগত কাজ
কাজ নিয়ে থাকি রাতদিন ব্যস্ত,
নেই কোন অবসর-ফুরসত
নিজের জন্য নেই সময় একটুও ন্যস্ত।


এভাবে যায় না বাঁচা
কি যে আর করি?
নিয়োগ কর্তা চায় বেশি কাজ
খেলি তার সাথে লুকোচুরি!


কাজের সময় আট ঘন্টা
গেছি সবাই এত দিনে ভুলে,
নিয়োগ কর্তা নিয়োগ বন্ধ করে
চড়াচ্ছে সবাইকে শূলে।


দিন দিন বাড়ছে অবসাদ
কমছে কাজের প্রতি মোহ,
একদিন হয়ে যাবে সব শেষ
রাখবো যখন এ নশ্বর দেহ!


রাতদিন সংসারে অশান্তি
দিতে পারি আর কত টুকু সময়!
আমি থাকি আমার কাজ নিয়ে
ভাবি শুধু এ মনে যদি কিছু হয়!