চাই না তোমার ঘর বাড়ি
চাই না তোমার অঢেল টাকা,
চেয়েছিলাম শুধু প্রেম ভালোবাসা
আজ দেখি সবই ফাঁকা।


ভালোবেসে সংসার গড়ে
হলাম আজ আমি চিরকালের ফকির,
ভালোবাসা ভালো বাসা চাইলাম
জুটলো না কিছুই হলাম অধীর।


কি যে চাও কি যে পাও জানি না
চাও অন্য নারীতে জীবনের আনন্দ,
আমার পোড়া কপালে সয় না সুখ
এ জীবন হারায় বাঁচার সেই ছন্দ।


কাঁদতে কাঁদতে দু চোখ গেলো
পেলাম না আজও সেই চলার সুখ ছন্দ,
নিভে গেলো জীবনের প্রদীপ খানি
নেমে এলো চরম দুখ হলো ভাগ্য মন্দ।


আজ লড়াই তোমাতে আমাতে
আদালতে হবে শেষ দেখা,
দুটি সন্তানের মুখ চেয়েও একবারটি
মনের মাঝে দাগ কাটলো না রেখা।


মানুষ রূপী জানোয়ার তুমি
আনন্দ পাও নারী শরীরে আঘাত করি,
সারা গায়ে কালশিটে দিয়েছো উপহার
মাথার চুল ছিঁড়ে দেখিয়েছো বাহাদুরি।


হবে তোমার নরকে ঠাঁই
ঘুচে যাবে অহমিকা আত্মম্ভরি,
যার মোহে ছাড়লে এ সোনার সংসার
একদিন হবে আফসোস, ঝরবে অশ্রু বারি।