(কাউকে আঘাত দেবার ইচ্ছা থেকে এ কবিতা নয়।এটা আমার হৃদয়ের উপলব্ধি।তবুও কেউ দুঃখ পেলে আমি ক্ষমা প্রার্থী।)


জাগতিক যশ খ্যাতি কেইবা না চায়
এ অপরূপ ধরায়,
এমন মহান কেউ নেই দুনিয়ায় যেবা
এর থেকে মুক্তি চায়!
ক্ষুদ্র সব কবি মোরা খ্যাতির যশের
আশায় কবিতা লিখি,
বিনা বাক্য ব্যয়ে পাই অতিব প্রশংসা
নতুন  অনেক শিখি!
ত্রুটি বিচ্যুতি কখনো তুলে ধরিই না
শংসায় পঞ্চমুখ,
এ দোষে আমি যে দোষী সত্যি ভাবি শুধু
প্রশংসাতে কি সুখ!
এই ভাবে ভালো লেখা আসে না কখনো
বিষাদেই ভরে মন,
আসুন সবাই মিলে এ রোগ সারাই
করি একবার পণ।