সামনে যতই আসে বাধা
করি না তারে ভয়,
বাধা ভেঙে আনি সূর্য
বাধাকে করি জয়।


সেই অভিলাষ মনে রেখে
চলি সদা সমুখ পানে,
বাড়াই মনের সহ্য শক্তি
আঘাত যতই লাগে প্রাণে।


দিনের শেষে আঁধার আসে
কাঁদিনা তাই আজ আর,
দুঃখের পর আসে সুখ
জীবন নদে বার বার।


ছেঁড়া কাঁথায় শুয়ে কোটিপতি
এমন ভাবনা রাখিনা মনে,
জীবন রথে আসে সুখ
ঝরেনা অশ্রু চোখের কোণে।


নেই তো অর্থে কভু লোভ
ত্যাগেই পাই আনন্দ,
কথার সাথে কাজের মিলে
জীবনে পাই ছন্দ।

সহজ সরল জীবন কাটাই
রাখি না মনে দ্বন্দ্ব দ্বেষ,
চলার পথ হয় সুগম
জীবনভর থাকে রেশ।