ছিলাম যখন খুব ছোট্টটি দিনগুলো সব ছিলো ভালো,
কোলে কোলে বেড়াতাম সবার ঘর দুয়ার সব করে আলো ।


কাঁদলে তখন কেউনা কেউতো আসতো নিতে কোলে তুলে,    
কান্না কাটি ভুলায় দিতো হাতটা রেখে মাথার চুলে।


কখনো বা গান শুনিয়ে করতো চেষ্টা ঘুম পারাতে,
মা এসে বুকেতে নিলেই দেরী হতোনা আর ঘুমাতে।


রাতের বেলা যখন আমি থাকতাম জেগে একা একা,    
মা এসে বলতো আমায় ঘুমিয়ে যা আমার খোকা।


সারাটা দিন ঘুমানোর পর ঘুম আসতো না আর রাতে,
যত সময় থাকতাম জেগে হাসতো মা চেয়ে মুখ পানেতে।


মায়ের খুশিতে আমি হাসি যাই সব ব্যথা বেদন ভুলে,
একদিন সেই মা হারালেন পথ গেলেন উল্টো পথে চলে!


বড়ো হয়ে বুঝলাম যখন মায়ের সে যে কি গুরুত্ব!  
কত কষ্টই না সয়েছেন মা পালতে কঠিন সব দায়িত্ব।


সেই কত মা পথ হারিয়ে ঘুরছেন পথের বাঁকে বাঁকে
সেই ছবি সব আজকের দিনে কথা শিল্পীরা যায় এঁকে।