তোর আগুনে জ্বলে পুড়ে মরবি
কেউ বাঁচাবে না তোকে ভাই,
মিথ্যা করিস ক্ষমতার আস্ফালন
দেখবি একদিন গেছিস হারাই।


ক্ষমতার দম্ভে বানাস ধরাকে সরা
নেই তো কোন হিতাহিত জ্ঞান,
অহং বোধে অন্ধ হয়ে চলিস সবাই
মিথ্যাচারকে করিস ধ্যানজ্ঞান।


কেন করিস তোরা এমন সব-ই
দুদিনের তরে এসে এ ধরায়,
দেখবি একদিন সবটাই যে গেছে তোর
গেছে ঘর পরিবার হারায়।


সেদিন তুই ফেলবি শুধু চোখের জল
থাকবেনা কেউ তো তোর পাশে,
হাসবে তখন সবাই মুখ বেঁকিয়ে
জ্বলবে সারা শরীর রোষে!


শাস্তি তোকে পেতেই হবে এ ভবে
যতই করিস ক্ষমতার বড়াই,
যাদের শক্তিতে মহান তুই আজ
তারাই দেবে একদিন সরাই।


কেন দেখাস ক্ষমতার আস্ফালন
ভাব না মনে মনে এক বার,
পারবি না দেখাতে যেদিন ঐ দম্ভ
মঙ্গল হবে সেদিন সবার।


সেই আশায় দিন গুনি আমরা সবাই
আছি সেই পথ পানে চেয়ে,
নতুন সূর্যের হবে ফের আবির্ভাব
পৃথিবী চলবে নয়া পথ বেয়ে।