গোল গোল চোখ করে  
আসছে ছুটে হায়না,
চুপ করে খেয়ে নাও
করো নাকো বায়না।

আয়রে সোনু; আয়রে মানু
দেখ রে সোনা কেমনে খায়,
ফুকলা দাঁতে হেসে হেসে
এ-ঘর ও-ঘর নেচে বেড়ায়।


আয়রে সোনা; আয়রে খোকা
উঠেছে চাঁদ ডাকছে মামা
চরকা বুড়ি কাটছে সুতো
দেখ রে কেমন বানায় জামা।


জামা পরে ছুটে বেড়ায়  
মাঝে মাঝে যায় পড়ে,  
দৌড়ে গিয়ে ছোট দাদু
নেয় যে কোলে তুলে ওরে ।  


দেখ রে সোনা কত খুশি
কত খিলখিল হাসি,
ওর হাসিতে পরাণ জুড়ায়
যাই যে সবাই ভাসি।