কেউ জানে না জীবন রথের চাকা কোন দিকে ঘুরবে,
সুখের পর কখন দুঃখ বেদনা এ জীবনে আসবে।
সুখে যখন থাকি মনের মাঝে আসেনা দুঃখের কথা,
দুঃখ এলেই মনের ভেতর জাগে হাজারো রকম ব্যথা।
এ ধরায় প্রকৃতির নিয়মে দুঃখ সুখ পর পর আসে,
দুঃখ এলে বুঝি এ পৃথিবীতে সুখের কত মূল্য আছে!
রাত বয়ে যায় ভোর হয় পুবাকাশে লাল সূর্য উঠে,
আঁধারের পর আলো-ঝলকানিতে আলোর কদর ফুটে।


ত্রুটি অনেক তবু নিজের কাছে থাকা উচিত সদা সৎ,
বিচারের ভার দিয়ে তাঁরে করি আজ তাঁর নামে শপথ।
পাবো রহমত আল্লাহ তাআলার যদি করি আত্মদান,
দুঃখ তখন মনে হবে সুখ হবো খোদার মেহমান।