ঘষতে ঘষতে সাবান টার
ছাল উঠে গেছে সেই কবে!
হাতে নেই আর কানা কড়ি
কিনবো আবার কিভাবে?    

দুমুঠো চাল যাওবা ছিলো    
উবে গেছে করোনা ঝড়ে,
কাটবে কেমনে বাকি দিনগুলো
ভাবলেই বুক টা ধুকপুক করে।


টাকার বালিশ নেই যদিও
থাকলেই বা কি লাভ হবে?
চিবোলে টাকা ভরবেনা পেট
পারবো না বাঁচতে এ ভবে।  


যে কৃষকেরা ফলায় ফসল  
নেইকো তাদেরও ঘরেতে ভাত,
যাচ্ছে যদিও পেরিয়ে দিন
চলছে মনে যুদ্ধ দিনরাত।    
  
চাষের দরুণ ছিল যেটুকু ঋণ
হলোনা তার সিকি মকুব,
পেলোনা ফসলের নায্য দাম
বাড়লো দিন দিন দুর্ভোগ।      


কল কারখানা সব স্তব্ধ হলো  
কেনার মত রইলো না কেউ,
ঋণের বোঝা লাগলো বাড়তে
লে-অফ ছাঁটাইয়ে এলো ঢেউ।


চারদিকেতে কাঁদছে শ্রমিক
দুনিয়া জুড়ে দেখি করুণ হাল,
পুঁজিবাদ ফাটকে গেলো আটকে  
না রাখতে পেরে মন্দায় তাল।  


চলছে চর্চা সারা দুনিয়াতে
দূর করতে অর্থনৈতিক আঘাত,
কোন পথেতে হবে বলো মুক্তি
বাঁচার পথে থাকবে না ব্যাঘাত।