চাঁদের কাছে চাই লো খুকু
গণ্ডা কয়েক সুগন্ধি ফুল,  
খুশি হয়ে মামা দিলো তাকে
তুলতুলে এক মস্ত পুতুল।


সে পুতুলটা আবার কথা কয়
ডাকে মা মা বলে,
ভোর বেলাতে করবে পড়া
ডেকে যেন কেউ দেয় তুলে।


রাত হলেই ঘুম দুচোখেতে
হয়না মোটেই পড়াশোনা,
আদর করে বলে মা তার  
ঘুমিয়ে যা আমার সোনা।


ঘুমের ঘোরে ডাকে মা মা বলে
"ভোর হলোরে মা দরজা খোল,  
ডাকছে পাখি উড়ছে দেখি
বাজছে কাঁসর ঘণ্টা ঢোল। "


"আমার সাথে পড়বি আয় মা
করিস নে আর দেরি
না পড়লে মা কেমনে হবো বড়
দেবো সাত সমুদ্র তেরো নদী পাড়ি ।"

সকাল হলেই পড়া শেষে
যায় ছুটে চলে সে মাঠে,
আকাশ পানে চেয়ে থাকে,দেখে;
লাল সূর্যটা কেমন করে উঠে!


পাখিরা কেমন গায় গান  
কেমনে করে চাষি চাষ,
রাখাল কেমন ধেনু চরায়
এক নাগাড়ে বারোমাস।


বাতাস কেমন বয় সকালে
জাগায় মনে শিহরণ,  
ভাবতে থাকে গালে হাত রেখে
লেখে প্রকৃতির বিবরণ ।


হঠাৎ করে যায় ভেঙে তার স্বপ্ন    
দেখে, খাচ্ছে মাটিতে গড়াগড়ি,
কানটা ধরে ডাকছে মা তার
বলছে, উঠরে খুকু তাড়াতাড়ি।