শোন শোন কিপটে মামা
শোন মোদের কথা,
করলে খরচ মোদের জন্য
যাবে না কভু বৃথা।


হবু মামী হবে খুশি
বুঝবে তোমার দিল,
আনন্দে উঠবে নেচে
লাগাবে না মনে খিল।


প্রাণ খুলে করলে খরচ
খাওয়ালে মন্ডা মিঠাই,
করবো প্রচার গুণের কথা
সাদরে মামী দেবে ঠাঁই।


বয়স তোমার হলো অনেক  
কিপটেমু তুমি ছাড়লে না,
ঐ দোষে মরলে তুমি
জীবন সঙ্গী  জুটলো না।


কি হবে জমিয়ে ধন দৌলত
কে করবে ভোগ ঐ টাকা,
মরে গেলে বুঝবে সেদিন
জীবনটাই ষোলআনা ফাঁকা।


তাই তো বলি মামা তুমি
হও উদার করো দান,
সবার চোখে হবে বড়
জগত মাঝে হবে মহান।