শব্দরা সব ঘুমিয়ে আছে
ছন্দরা গেছে উবে,
কবিতার রসদ আছে যদিও
লেখারা আজ নীরবে।  


মনের ভেতর উথাল পাথাল
ভুগছি অস্থিরতা রোগে,
লিখবো কিছু ভাবছি বসে
শব্দরা যাচ্ছে ভেগে।    


কেন মনের আজ এ হাল
এমন ভাবনা কেন করি?
কিসের এত মনে তাড়না
কাকেই আজ ভয়ে ডরি।


খোলা খাতা হাতে কলম
উৎসাহ নেই এ প্রাণে,
কেমন করে ভরাবো পাতা
জমা কথার প্রশ্ন বাণে।


হৃদয় জুড়ে শুধু হাহাকার  
বুকটা ধড়পড় করে,
লেখায় আবার চাই ফিরতে
যন্ত্রণায় অশ্রু ঝরে।


বড়ো কষ্ট বড়ো জ্বালা
রয়েছে এ মন ঘিরে,  
লিখবো আবার নতুন করে  
যাবো পুরনোয় ফিরে।