তৃপ্তির ঢেকুর তুলে
অনাবশ্যক  চর্চা অন্ধকারে,
অযথা কলম কালি নষ্ট
ক্ষমতার বাইরে।


সীমাহীন ভন্ডামিতে
অসহ্য শির-পীড়া,
ঘষাঘষিতে  সৃষ্টি প্রজাপতি
নয় চামচিকা।


রবীন্দ্র নজরুল  
কবি প্রতিভা দুই বাংলার,
অন্য রকম হলে
বিষয়টা ভাববার।


নিরন্তর চেষ্টায়
কবি প্রতিভা  বিকশিত হয়,
চেষ্টা হীন মানুষ
জগদ্দলপাথর সম রয় ।


পড়াশুনোয় বাড়ে দক্ষতা  
হৃদয়ে আসে তৃপ্তি,
চর্চায় উৎকর্ষতা বাড়ে;
কবিতায় ফুটে  নতুন দীপ্তি।


কবির কলমের শ্রী বৃদ্ধি
সমৃদ্ধি আনে লেখনীতে,
জাগে নতুন চেতনা;
ভাবনা ছুটে জেট গতিতে।


ভাবনার বিকাশ
হৃদয়ে ঢেউ তুলে,
গাছে  গাছে নতুন মুকুল
পল্লবিত হয় ফুলে।


রূপায়নের সার্থকতা ডানা মেলে
সুন্দর -ভূমিষ্ঠ ফলে,
ভগ্ন কবি হৃদয় ভরে,
সৃষ্টির অন্তহীন আনন্দ-উল্লাসে।