(১)


কিছু লিখবো
কলম  হাতে,
থেমে যাই
ভাবনার আঘাতে।


চিন্তারা ঘুরে ফিরে
মিশে আঁধারে;
চমক জাগে না
মস্তিষ্কের অন্দরে।
   (২)
নিঃস্তব্ধতা কাটে
চাঁদের পাহাড়ে,
কলঙ্ক - মুখ
ঢাকে লজ্জাতে।


একা শিশু
ফুটপাতে কাঁদে ,
খিদে বড্ড
জ্বালায় ওকে।


   (৩)
মুদ্রা স্ফীতি,
জি ডি পি-র হ্রাস;
দুঃখ বাড়ে
আম জনতার।


প্রচারের ধুম,
নগরে আলো,
রোশনি ছড়িয়েও
ঘুচে না কালো।


   (৪)
গরম বাতাস
ছুটে চারপাশে
তাপানুকুল যন্ত্র
রক্ত নেয় চোষে।


বাতাসের ওজোনে
দূষণ বাড়ে,
উষ্ণায়ন ত্রাস
আজ বিশ্ব জুড়ে।