(৫০ তম কবিতা কবিতার আসরের সব কবিদের উৎসর্গ করলাম)


লিখি কবিতা-ছড়া
মনের ভাবনায় আসে
চলতে ফিরতে খুঁজি রসদ
ভাসি আনন্দ-খুশি-উল্লাসে।


সৌখিন কবি, কবিতা নেশা
বাকি সব নেশা অধরা;
কবিতারা আসে, বাসা বাঁধে
থাকে মনের পাতায় ধরা।


কখনো হাসি, কখনো কান্না
ভরে দু'চোখ জলে
কত শত লেখা হয় দেখা,
কত কথা পড়ি কবি মনের।


সময় কাটে স্রোতের ন্যায়,
থাকি কবিতার আসরে;
পড়ি কত শত কবিতা
আনন্দ-খুশিতে হৃদয় ভরে।


অনুপস্থিত বৈরীতা
সবাই বন্ধু, সহচর
আনন্দ দুঃখ ভাগ করি
সবাই পরস্পর।


এ এক বিশ্ব সংসার
বাংলা ডট কমের কবিতার আসর,
কত শতের  অম্ল মধুর স্মৃতি
করে চির ভাস্বর।


চলে যাবো প্রকৃতির নিয়মে
থাকবে বাংলা কবিতা ডট কম,
আসরের কবি মনে রেখো সবারে
ভালোবাসা দিয়ে করো চির অমর।