কবিতার আসরের বন্ধু ;
তুমি পরম প্রিয় সবার,
শেখাও কবিতা,লিখি কবিতা
কবিতাই জীবনসঙ্গী আমার।


মাত্রা ছন্দ ভালো মন্দ;
বুঝিনা কিছুই কবিতার,
যা লিখি,তারচেয়ে বেশী
আছে ছন্দ নিয়ে ভাবার।


চোখ তুলে তাকিয়ে থেকে
মন্দ ভালোর ছবি আঁকি,
সুর মাত্রা ছন্দ জ্ঞানে
নতুন রূপে কবিতারে দেখি।


স্বরবৃত্ত,মাত্রা বৃত্ত,অক্ষর বৃত্ত
কত যে সব  ছন্দের নাম,
কবিতা লেখা সহজ নয়;
জানি এর গভীর  পরিনাম।


চেষ্টা আমি করবো ভাই;
শিখে নেব কবিতার ছন্দ,
ভালো  মন্দ যাই হোকনা কেন
করবোনা কবিতা লেখা বন্ধ।