কেউ আসে কেউ যায়
শুনি নাকো কানাকানি,
কেউ লেখে কেউ পড়ে
নেই কোন হানাহানি।


তুমি লেখ আমি লিখি
আমরা সব ভাই ভাই,
লেজ ধরে টানাটানি
কেন করো মিছে ভাই?


এ আসর মা সমান
দিই যথাযথ সম্মান,
দুঃখ লাগে দেখি
যখন হানে কামান।


রুচিহীন লেখা হলে
হোক সেটা ব্যান,
আমি ছোট মানুষ
দিচ্ছিনা কোন জ্ঞান।


আজ আছি কাল নেই
এ ভবে এ দুনিয়ায়,
সবাই থাকুক ভালো
থাকে শুধু ভাবনায়।


কেন কাটি মিছি চিমটি
কি লাভ আছে তাতে?
ভালো থাকতে আসা এথা
নষ্ট হইনা ভাই যাতে।


আছে তো অনেক পথ
অবসর সময় কাটাবার,
কবিতার আসর শ্রেষ্ঠ
মনে হয় বার বার।


ভালো আছি এথায়
আসি তাই প্রতিদিন,
সবাই ভালো থাকুন
জীবন হোক রঙিন।