এসো কবি ঝড় তুলি
কলমে তুলি তুফান,
অন্যায়ের করি প্রতিবাদ
মৃতের মাঝে জাগাই প্রাণ।


ধর্মের নামে লড়াইয়ে
দেখি হাতে রক্ত-ছুরি,
প্রতিরোধে থাকি আমরা
ধর্মান্ধর বিরুদ্ধে লড়ি।


খেতে পায়না কত লোক
তার প্রতিবাদ আজ কোথায়?
তাদের কষ্ট  দেখে তাই
চোখে জল ঝরে ব্যথায়।


নাই ফসলের  ন্যায্য দাম
শূন্য হাতে ঋণী কৃষক,
করছে তারা আত্মহত্যা
কোথায় থাকি আমরা লেখক?


বেকারের ক্রম বৃদ্ধি
শ্রমিক প্রতিদিন কর্মহীন,
এদের কথা লিখি আমরা
আসে যদি ওদের সুদিন।


শিক্ষা দীক্ষায় অধঃপতন
সমাজের চোখে ঠুলি,
আঁধারে ঢাকা চারপাশ
আনো নতুন রঙ তুলি।


ছাদহীন তো সবার মাথা
তাই খোলা আকাশ তলে বাস,
লিখি আমরা এদের কথা
যদি পায় কিছু আশ্বাস।


জিনিসের দাম দিন বৃদ্ধি
মানুষ করছে হা-হুতাশ,
হতাশা ভরা জীবনে
বহে  যদি মুক্ত বাতাস।


কলম চলুক এই ভাবে
দায়বদ্ধতা করি প্রকাশ,
উঠুক কালি কলমের ঝড়
হোক দেশের সম বিকাশ।