মুখ থুবড়ে পড়িস যখন
ভাঙে সামনের দাঁত,
মুখ জুড়ে ঝরে রক্ত
হোস রে কুপোকাত!


দাঁড়ায়না কেউ সামনে তোর
থাকে না ধারে পাশে,    
মরলে তুই মরবি একাই
কারোর কিছু যায়না আসে!

রাস্তা থেকে তুলে নিয়ে
যাঁরা বাড়িয়ে দেয় হাত,
করিস তাঁদের গালাগাল
থাকে তবু তাঁরা তোর সাথ।


হাসপাতালে নিয়ে গেলে
বাড়িয়ে দেয় যাঁরা সাহায্য,
পায়না কেন ন্যায্য সম্মান
এটাই আজ বড়ো রহস্য!


হাপিত্যেশ করে আছিস চেয়ে
আজকে এঁদের মুখে,
এঁরাই থাকে করোনাতে পাশে
সকল ব্যথা বেদন ঢেকে ।  


চার দেয়ালের মধ্যে থেকে
দিসরে যারা বকুনি,
মাঠে নামলে বুঝতে পারতিস
কার কতটা খাটুনি!


ভাবরে সবাই এঁদের কথা
রাখ রে মাথায় তুলে,
দু'হাত তুলে কর রে আশিস
সব ভুল ভ্রান্তি ভুলে।