গাছের ডালে পুকুর পারে
লাফায় ঝাঁপায় কে রে আবার?
লম্বা লেজে চতুর বেশে
কে হাঁকে রে জোরে বারবার?  


গাছে গাছে কত যে ফল
কোনটা ছেড়ে কোনটা ধরে,
দেখে ফল চোখ দুটোতে জল
খায়নি কতকাল পেট ভরে!
      
দেখে পাগল একটা ছাগল
ভাবে বসে এলো কে রে,    
ভয়ের চোটে ডাকে জোরে
বুড়ো মালি আসে দৌড়ে।


বলে খালি বুড়ো মালি
"দে আমাকে এবার ছেড়ে
ঘাড়টি আমার মটকাস না রে
প্রাণ ভিক্ষা চাই কর জোড়ে।"


"তার চেয়ে ভাই ডাকি গিয়ে
মালিক যা পারে করুক নিজে,
ভয় করছে যে বড্ড আমার
পালিয়ে যাবো পাবেনা খুঁজে। "


বুড়ো মালির ভাবনা খালি
করবে বাগানের কি যে হাল!
তার চেয়ে ভাই মরুক মালিক
পুড়ুক মালিকের সোনার ভাল।


মালিক বেটা বড়ো ঠ্যাটা
দেয়না মজুরি ঠিক হারে,      
টাকাকড়ি দেয় দুই কুড়ি
তাতে কি আর পেট টা ভরে?


লম্বা লেজ লাফায় শুধু
এক ডাল হতে অন্য ডালে,
ঝরে পড়ে কাঁচা ফল সব  
মালিক বেটার হাত কপালে।