প্রমোদ শহর লাসভেগাস
আমোদে মাতে জলসায়,
থিক থিকে ভিড় জমে;
ভিলেজের ফাঁকা জায়গায়।


মঞ্চে জেসন অল্ডিন---
গিটারে ঝড় তুলে;
সুরের যাদুতে মাতিয়ে
হৃদ-সাগরে তুফান ঢালে।


আনন্দে বুঁদ হয়ে, কত শত
ডুবে গানের সাগরে,
হৃদয়ের খুশির বন্যায় মেতে;
বেদনাকে দেয় দূরে সরিয়ে।


ভাবনায়  বাইরে, হঠাৎ
মৃত্যু দাঁড়ায় সামনে,
ঝাঁকে ঝাঁকে গুলি----
কেড়ে নেয় শত সহস্র জীবনে।


থামে সঙ্গীত;
চারদিক ঢাকে কালো আঁধারে,
থামে উদ্বেলতা---
হৃদয়ের স্তব্ধ স্পন্দনে।


লাশের পাহাড় ক্যাসিনো শহরে,
শুনি লক্ষ মানুষের হাহাকার ধ্বনি;
থামে জীবনের ছন্দ-----
লাসভেগাসের চোখে শুধু পানি।