হাঁটতে গিয়ে যায় যে পড়ে
ছোট্ট শিশু ছানা,
উঠে দাঁড়ায় সে বারংবার
কেউ করে না মানা।


হাসি মুখে মা-বাবা তার
থাকে শুধু চেয়ে,
সন্তান তার হয় যেন বড়
দাঁড়ায় নিজের পায়ে।


চোখে চোখে রাখে তারে
পায়না  যেন ব্যথা,
মানুষের মতো মানুষ হয়
ভাবে সবার কথা।


বড় হয়ে সন্তান যেন
হয় বিদ্বান আর জ্ঞানী,
মানী কে দেয় সম্মান যেন
ঘুচায় আঁধার রজনী।


সবার ঘরে ঘরে আসুক
এমনতর সব মহান,
করুক পৃথিবীকে সুন্দর
গাক মানবতার গান।