আদুল গায়ে ছোট্ট ছেলে
মাখছে ধুলো গায়,
মা যে তার হারিয়ে গেছে
জানেনা সে কোথায়!


মা মা বলে ডাকে মাকে
দেয়না মা তার সাড়া,
রোদে পুড়ে জলে ভিজে
ঘুরে সারা পাড়া।


খিদে পেলে কাঁদে একা
নেই কিছু সম্বল,
পাড়ার সেই থুড়থুড়ে বুড়ি
ডাকে আয় ভোম্বল ।


নিজের থেকে দুটি খাবার
দেয় ভোম্বলকে ধরে,
খিদের জ্বালায় খায় সবটা
পেট টা যদি ভরে।


ভরা পেটে নাচে তা থই থই
যায় যে কোথায় উড়ে,
"রাত হলে ফিরিস বাবা তুই
থাকবি আমার ঘরে।


কাঁদিস না আর মা মা বলে
হবো রে তোর মা,
যেথায় গেছে যাক সে চলে
করে দে তারে ক্ষমা । "