মানুষের জন্য ভাবি
মানুষের জন্য করি চিন্তা,
জনগণ জানপ্রাণ
জনগণের জন্য রয় মমতা।


রাতদিন যত লড়াই
জনগণের জন্য,
গরীব খেতে পায়না
জোগাই অন্ন।


গরীবকে চাকরি দিই
নেই ওদের টাকা,
ধনীর দুলালের নেই দরকার
আছে ওদের অনেক ধন রাখা।


দিন রাত স্কিম বানাই
ভেবে গরীবের কথা,
বড় লোক গরীব হলে
নেই মাথা ব্যথা।


দিন কে রাত ক রি
ভরাই না পেট,
দেশের সেবা ক রি
নেই না কোন ভেট।


দেশের নাম রোশন করি
দেশের জন্য এ জীবন ব্রত,
দেশ ধ্যান জ্ঞান
দেশ সন্তানের মতো।


ভালোবাসি দেশকে
দেশকে বানাই মহান,
দেশের জন্য ভাবি
দেশের জন্য কাঁদে পরাণ।