মাতালরা সব পাতাল খুঁড়ে আনে খুঁজে মদ
বলি,আমরা যত সাধু পুরুষ লোকগুলোকে বদ!
গাঁটেরপয়সা খরচা করে
নিত্য দেখি ট্যাক্স ভরে
এদের কৃপায় কোষাগারে নিশ্চিত উপচায় রসদ!
মাতালরা সব পাতাল খুঁড়ে আনে খুঁজে মদ
বলি,আমরা যত সাধু পুরুষ লোকগুলোকে বদ!
গাঁটেরপয়সা খরচা করে
নিত্য দেখি ট্যাক্স ভরে
এদের কৃপায় কোষাগারে নিশ্চিত উপচায় রসদ!
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৩১টি মন্তব্য এসেছে।
Fantastic... Very skillfully projects the present scenarios with artistic sarcastic touches.... In the recent past, at first the liquor shops have been reopened than many others important services or departments.... Very ironical.
লিমেরিকের মধ্যে মনোরম স্যাটায়ার। ঈদ মোবারক, সম্মানিত কবি।
হাঃ হাঃ হাঃ, ঠিক বলেছেন, শুভেচ্ছা চিরন্তন প্রিয় কবি।
অনন্য সত্যের সুন্দর উপস্থাপনা।
ট্যাক্স বাড়লেও হয় না এদের অভাব
সুরার সুরে বেঁচে বাঁচায়, না ভাবাটাই স্বভাব।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
অপূর্ব সুন্দর বচন। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
পরিস্থিতি অনুযায়ী অপূর্ব ব্যাঙ্গ।
দারুণ, মুগ্ধ রেখে গেলাম প্রিয় কবি।
ভালো থাকবেন।
মাতালেরই কাল
সাধুরা তো ট্যাক্স দিবে
না হলে অন্তে জেনো, পুড়বে কপাল।
আন্তরিক দরদে সুন্দর লিমেরিক প্রিয় কবি।
আন্তরিক শুভ কামনা রাখলাম পাতায়।
দারুণ উপলব্ধির লেখা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
অনন্য লিখেছেন কবি। সময়ের সঠিক ভাবনা।
ভালো লাগল অনেক।শুভেচ্ছা অনন্ত।
মাতাল ছাড়া দেশ চলে না প্রিয় কবি! দারুন লিমেরিক! ভীষণ ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
সুন্দর কথামালা ।শুভ কামনা ও শুভেচ্ছা রইল প্রিয় কবি ।
মাতালই আজ ভরসা
খরচ করুক যত পয়সা...সুন্দর ব্যঙ্গের মাধ্যমে পরিস্থিতির ছোট্ট বিবরণ...ভালোলাগা রেখে গেলাম এখন।
ভালো থাকুন প্রিয় কবি।অনাবিল শুভেচ্ছা রইল।
সুন্দর লিমেরিক
ভালো লাগলো খুব।
সদা সুস্থ থাকুন ভালো থাকুন দাদা।
একদম সঠিক ভাবনার অনন্য মানবতাবাদীতার অপূর্ব প্রকাশে রচিত কবিতাটি প্রিয় কবিজী। অনেক ভাল লাগা রইল। শুভেচ্ছা জানবেন অবিরত।। শুভবিকাল।।
মাতাল ট্যাক্সে মাতাল নিজেও সরকার,
চুপেচাপে রোজগার যে দরকার।
হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় কবি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
চমৎকার লিমেরিক কবিতা।
শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
অসাধারণ উপস্থাপন, ভালো লাগলো।
শুভকামনা প্রিয় কবি।
চমৎকার উপস্থাপন
শুভেচ্ছা সারাক্ষণ প্রিয় কবি
ভালো থাকুন, সুস্থ থাকুন
বলিষ্ঠ ভাবনার অনন্য লিমেরিকে
বিমোহিত হলাম প্রিয় কবি।
খুবই ভালো লাগল।
শুভ কামনা
রইল।
চমৎকার
রাষ্ট্রিয় কোষাগারে ভাতারের অবদান, দারুন লিখেছেন।
অসংখ্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময়।
দারুণ আবেগময় জীবনমুখী ও মানবতাবাদী ভাবনার লিমেরিক কবিতা , ভাল লাগলো , প্রিয় কবির জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা ।
একদম ।দারুণ উপস্থাপন ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
হে প্রিয়তমেষু কবি শুভ সকাল!!!
চমৎকার উপস্থাপনা করলেন। ভালো লাগলো পড়ে।
শুভকামনা রইলো!!!
অতি খাঁটি কথা ! দেখা গেছে গরীবরাই বাঁচার জন্য বা ক্ষণ সুখের জন্য , যেমন খাটে , তেমনি সরকারী তহবিল অকাতরে ভরে ।
জীবনঘানির যাতনা দৃশ্য, অপূর্ব কাব্য চিত্র , মুগ্ধ ।
শুভসকাল , ভাল থাকবেন প্রবুদ্ধ প্রিয়কবি , শুভেচ্ছা অসীম ।
সুন্দর রুবাই[email protected]=
অভিনন্দন কবি।
ভাবের গাঙে রসেরহাঁড়ি
কে খাবে আয় তাড়াতাড়ি।
চমৎকার নিবেদন।শুভেচ্ছাসহ অভিনন্দন কবিকে।
চমৎকার ছন্দ।চমৎকার ভালোলাগা।
খুব ভাল লিখেছেন কবি, ভাল থাকুন নিরন্তর ৷৷
হা হা হা...
ভালো বলেছেন কবি। মাতালের ট্যাক্স সরকারের কোষাগারে জমা হয়। যুক্তি মন্দ না। শুভ কামনা।
মদ মাতালে মন ভজালে
সহজ আয়ে মন্ত্রী ঢলে ।
সুপ্রভাত, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, ভালো থেকো ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.