মাগো তুই হারিয়ে গেছিস
কত যুগ কত কাল আগে,
তারাদের মাঝে খুঁজে বেড়াই
কতনা একেলা রাত জেগে।


কেউ তো মা বলেনি আমায়
কোথায় গেলি হারিয়ে তুই,
সেদিন ও তো ছিলি মা পাশে
আজকে লুকিয়ে রইলি কই।


রাতের বেলা খুঁজতে তোকে
যখনই যাই ছুটে বাবার কাছে,
"মা আমার আছে কোথায়"প্রশ্নে
বার বার বাবা শুধু চোখ মুছে।


চোখের সামনে ভাসে মা তোর মুখ
রাতদিন দু'চোখে অশ্রু ঝরে,
এমনি ভাবে কাটাবো মা কত কাল
উত্তর দে না মা একবার আমারে।


বাবার চোখে যখনি দেখি পানি
মুছিয়ে তখনি দেই আমি,
বাবা আর আমি থাকবো এক সাথে
জানি, থাকবে না মা শুধু তুমি।


ভালো থেকো মা যেথায় থাকো
ভুলে যেও না  আবার আমারে,
কি অন্যায় করলাম মা এ ভবে?
চলে গেলি মা তুই চিরদিনের তরে!