মেয়ে জনম নয়কো ভালো
জীবন সেতো কষ্টে ভরা,
জন্ম থেকেই বলে সবাই
এসেছে কোন ঘাটের মরা।


কেউ কখনো বলেনি মাকে
মেয়ে তোমার বড্ড ভালো,
কারোর মুখে দেখিনি হাসি
দেখেছি সদাই মুখটি  কালো।


যতই আমি হইনা বড়
উঠতে বসতে জুটে লাঞ্ছনা,
কেউ করেনা আমায় আদর
জুটে কেবল শুধুই গঞ্জনা ।


সবাই যখন যায় ইস্কুলে
চেয়ে থাকি শুধু আমি,
নেই তো কোন উপায় আমার
পা বাড়িয়েই আবার থামি।


সারাদিন কাজ আর কাজ
কাজ নিয়ে থাকি ব্যস্ত,
কেউ বলে না পড় তুই
করতে হবেনা কাজ উদয়াস্ত।


গরীব ঘরে জন্ম আমার
পুড়ে ছাই সব  সাধ আহ্লাদ,
সঙ্গী হয়েছে পোড়া কপাল
চোখের জল মানে না বাঁধ।


হলো না বয়স আঠারো
প্রস্তাব এলো বিয়ের,
বরের বাড়ি বেশ ধনী
জুটলো সেথা কাজ ঝিয়ের।


সেখানে কখনো জুটে খাবার
কখনো থাকি খালি,
এমনি ভাবে কাটে দিন
জীবনটারে দিলাম বলি।


হলাম শেষে ঘর ছাড়া  
স্বামী দিলো আমায় বেচে,
অন্ধকার হলো ঠিকানা আমার
আনন্দে স্বামী বেড়ায় নেচে।


আমি শুধু কেঁদে মরি
চাই এর থেকে মুক্তি,
মনে মনে গুমরে বলি
দাও প্রভু হে শক্তি।


এলো সুযোগ দিলাম তারে
করলাম ধরা থেকে বিদাই,
এখন বেশ আছি সুখে
খুশিতে জেলখানাকে ভরাই।