বন্ধুরা সব এসেছে আবার
মিলেছি এই ছোট্ট  নীড়ে,
কত কাল কত যুগ পর
স্মৃতিরা আজ মনের ভীড়ে।  


কেউবা হয়েছি মোটা
কারোর মাথায় ধরেছে পাক,
হচ্ছি সবাই বুড়ো বুড়ী  
দেখে আজ  সত্যি অবাক।


যাদের আজ পেয়েছি কাছে
সবাই ব্যস্ত  নানা কাজে,
তবুও যেন করি চেষ্টা
মিলতে এরূপ মাঝে মাঝে।


জীবন সে তো চলমান তরী  
কভু তো ডুবে কারোর যাবে,
স্মৃতি চারণ রাখবে তারে
অমর করে চিরকাল ভবে।


কেউ কেউ তো হারিয়ে গেছে
রয়েছে অটুট তাদের স্মৃতি,
জীবন গাঙের মাঝি সবাই
হারাবো সবাই একদিন গতি।


এমনি ভাবে চলি যেন সবাই
থাকে যেন প্রীতির বাঁধন,
অকারণ ডাকেনা যেন আঁধার
ধরায় না যেন বন্ধুত্বে ভাঙন।


এই আশা আজ থাকুক মনে
খুশিতে  ভরি আনন্দ ভেলা,
জীবন যদিও  যুদ্ধ সবার  
থাকুক জীবন্ত এ মিলন মেলা।