ইচ্ছা তোমায় ভালোবাসি
চাই সব প্রেম দিতে ঢেলে,
পারো কি দিতে এক দেব শিশু
আমার রিক্তবক্ষ কোলে।  


চাইলে দিতে পারি কি আজ
আছে আমার সে ক্ষমতা?
হৃদয় চিরে দেখো আমার  
দায়ী কে? কার এ ব্যর্থতা?


কেন করছো মিছে ঝগড়া?
কেন আজ এই লাঠালাঠি?
ভেবে দেখেছো কি একবার?
কার হাতে এর জিয়ন কাঠি!


নিত্য তুমি থাকতে সরে
ছুঁয়ে দেখোনি হৃদ খানি,  
না দিয়েছো ভালোবাসা  
ভেবেছো আমায় দুয়োরাণী!


নিঃস্ব আমি, রিক্ত আমি
সবই ছিলো তখন আমার;
ফুলে ভরা বাগান ছিলো
চাষ করোনি রাজারকুমার।


ঘরে তোমার ছিলো ঘরণী
ছিলো সোনার সুখের সংসার,
প্রেম ভালোবাসা সব ছিলো
ছিলো কি দরকার তা ভাঙার?


আমি তো পথচারিনী
দাওনি  আমায় সে অধিকার,
পাইনি সাহস করিনি আশা
সরিয়ে রেখেছি ইচ্ছা বারবার।


দৃষ্টি তোমার ছিলো ঝাপসা
চোখে পড়েনি তাই কিছু,
মৃত্যু আজ দুয়ারে বসে
জাগলো মনে চাই যে ইস্যু।


নাই আজ দেবার মত কিছুই
যেতে হবে সময় যে নাই
ভালোবাসা পাবো ফিরে,এই
আশা নিয়ে জানাই বিদায়!