(শ্রদ্ধেয় কবি মুহাম্মদ মনিরুজ্জামান মহাশয়ের "মজাক্ষরা"-তে অনুপ্রানিত হয়ে ঐ ধাঁচে কবিতা লেখার দ্বিতীয় প্রয়াস।)
    
কেঁদে কেঁদে
সারারাত
চোখ দুটো
হলো লাল জবা ফুল  
কেন তুমি
সরে গেলে
কি করেছি
বলো এ জীবনে ভুল?


ভুল যদি
করে থাকি
তাই বলে  
নাই তার কোন ক্ষমা  
কতখানি
প্রতিশোধ
তব মনে
আছে জিঘাংসা জমা!


ক্ষমা করা
বড় গুণ
জানা আছে
জানি জানো ভালোভাবে
তারপর  
ভেঙে দিলে
সুখ তরী  
কিসের তব অভাবে!


ঘটে সব
যার যার
মন্দ ভালে
কারো তাতে হাত নাই
যা ঘটলো
ভালো মন্দ  
এ জীবনে
মেনে নিয়ে শান্তি চাই!