রাস্তায় ভাঙ্গা মাটির পাত্রে
কয়েকটি সবুজ পাতা,
তিনটি ইটের উনুনে
হচ্ছে দারুণ কষ্টে ভাজা।


পরনের শত ছিন্ন শাড়ী
পারেনি তাও লজ্জা ঢাকতে,
রাস্তার ধারে বানিয়ে সংসার
হেঁট করেছে সবার মাথাকে।


নাই অন্ন-বাসস্থান;
আজও একবিংশ শতকে,
উন্নতির শিখরে আজি যে বিশ্ব;
রেখেছে লক্ষ কোটিকে সেই তিমিরে।


ঠোঁটের কোণে তৃপ্তির হাসি---
হাসে নিয়ন্ত্রকের দল, কি অদ্ভুত নিষ্ঠুর!
অন্যায়ের আগুন নেভাতে অপারগ,
পৃথিবীর কবিকুল আজ মজবুর।