মুজিব তুমি কোথায় আছো
খুঁজছে তোমায় বাংলাদেশ,
তোমার নামে জাগে শিহরণ
দূর হয় ব্যথা ক্লান্তি ক্লেশ।


ভাষার নামে শপথ নিয়ে
করেছো তুমি লড়াই সংগ্রাম,  
হিন্দু মুসলিমকে ভাই বলে ডেকে
রেখেছো ধর্মনিরপেক্ষতার সুনাম।


মিথ্যার আশ্রয় নাওনি কভু
সত্যকে দিয়েছো সদা ঠাঁই,
অশ্রুসজল চোখে আজও খুঁজি  
কোথাও খুঁজে নাহি পাই।


দেশ গড়ার সঠিক সময়কালে
যখন ছিল তোমায় প্রয়োজন,
ঘাতকরা কেড়ে নিলো তোমায়
সফল হলো তাদের আয়োজন।


মৃত্যু ছিলো তোমার পায়ের ভৃত্য
ছিলে তুমি সদা অকুতোভয়,      
তোমার সাহসিকতা আর দেশপ্রেম
এনে দিয়েছে অভিষ্ট জয়।  


বাংলাদেশের জনক তুমি
তুমি বাঙালির প্রিয় মহান,
আজ শতবর্ষে জানাই প্রনতি
হে শেখ মুজিবুর রহমান।                  

           মুজিব শত বর্ষ