মুখ আর মুখোশের এত তফাৎ
আমরা তারই কতটুকু জানি,
বাইরে সরল ভেতরে গরল
দেখে মনে জাগে ভীষণ গ্লানি।


সর্বদা সত্যের ধ্বজা উড়ায়!
অন্তরের ভেতরে  পূত গন্ধ!
এদের দেখলে মনে ধরে জ্বালা,
পরিবেশে ছড়ায় তীব্র দুর্গন্ধ।


কেন করে এরকম  প্রতিদিন?
এটা করে কি লাভ ভাই এদের?
উপরে গিয়ে দেবে কি যে হিসাব
হাজার মিথ্যা আর শত সত্যের?


মনে নেই একটুও ভয় ডর
এরা সব এমনই বেপরোয়া,
আপাত এরাই থাকে বেশ ভালো
এটাই তো এই জগতের মায়া।


ভালো  থাকুক চাই সবাই,তবু
এদের আচরণে পাই যে দুখ,
এমন কাজ করে ধরার বুকে
পাবে কি চিত্তে সত্যিকারের সুখ?