জীবনের বাইরের যে জীবন
মূল্য কিবা আছে তার?
জীবনকে ভালোবাসি তাই লিখি;
কবিতা স্বপ্ন  আমার।


দুই হাতে তুলি কনক চাঁপা ফুল
আঁকি ছবি প্রভাতের,
নতুন সূরজ উঠে পুবাকাশে
মিলে খবর প্রাতের।


তারপর জাগে পাখি করে রব
ধরণী নীরবে ঘুমায়,
নর নারী জেগে উঠে দেয় হাঁক
সূর্য তখন কোমায়!


আঁধার সরে ঘটে রাতের অবসান
ধরা একা জেগে রয়,
ওরে মুক্তি দাও তোমার ঠিকানা
করবো এ ভুবন জয়।