কহিলাম তোমারে মনের কথা--
হৃদয়ের কোণে আছে যত জমা;
দুঃখ  যন্ত্রণার মূলে যিনি
করবো না তারে কোন দিন ক্ষমা।


যার জন্য এ দুর্গতি, এ দশা;
ভাবি এ মনে, জাগে হতাশা,
ক্ষুধার জ্বালায় জ্বলে পেট, বুঝি
দুনিয়াতে অর্থ বাঁচার ভরসা।


অর্থের জন্য আজ এই পথে,
ধরায় অর্থ সম্মান বাঁচায়;
দিলে অর্থ, জানিনা কি আশায়?
অর্থের বিনিময়ে তো ছোঁয়া চায়।


ছুঁলে না মোরে,শুনলেই শুধু কথা
হলে মনের ব্যথার সমব্যথী,
পাই নি তোমার মতো একজন
যারে ঢালি হৃদয়ের সব প্রীতি।


তোমার মতো একটা মানুষই
চেয়েছিলাম জীবনের ঊষাতে,
পেলাম খুঁজে ধরায় শেষবেলা ;
ফুটবে কি ফুল সে সব আশাতে?


ফিরিয়ে নেবেনা জানি এ সমাজ,
জানি এই সমাজের বেঈমানি;
তিলে তিলে হবে শেষ এ জীবন,
মৃত্যু ভবিতব্য এটা শুধু মানি।


দু'চোখে ছিল স্বপ্ন ঘর বাঁধার  
চেয়েছিলাম সন্তান সংসার;
আজ সব শেষ,আঁধার ঘনায়;
ভাঙ্গে হৃদয়, আশারা মরে হায়!


অর্থের লোভে ভাঙলো সংসার
কাড়লো এ জীবনের সব হাসি,
ঈশ্বর রাখো হাত, কর করুণা
দাও প্রভু ঐ অপরাধীকে ফাঁসি।