(বিদগ্ধজন বিশেষভাবে শ্রদ্ধেয় কবি রফিকউজ্জামান,কবি কবীর হুমায়ূন,কবি আলোচক  যাদব চৌধুরী,কবি ড.সুজিত কুমার বিশ্বাস ও কবি সুদীপ্ত বিশ্বাস মহোদয়গণের ছন্দ বিষয়ক লেখাগুলো পাঠ করে ছন্দ সমন্ধে কিছুটা জানতে পেরেছি।তার উপর ভিত্তি করে স্বরবৃত্ত ছন্দে ছড়া আকারে প্রথম কবিতা লিখলাম। প্রিয় পাঠক সহ বিদ্বজ্জনেরা কেউ এই কবিতাটির ত্রুটি বিচ্যুতি সমন্ধে আলোকপাত করলে খুশি হবো।পরবর্তীতে তা সংশোধন করে আরো ভালো লেখার চেষ্টা করবো।সবার প্রতি বড়দিনের শুভকামনা রইলো।)


রাত্রি হলো গিন্নী বল্লো
নাসিকা গর্জন তোমার মানা,
কিবা করি ওগো হরি
আছে কি কোন পথ জানা।


গিন্নী যখন গর্জায় নাকে
আমি থাকি একা জেগে,
আমি যখন ডাকি নাকে
গিন্নীর রাগে মুখটা বাঁকে।


প্রতি রাতে ঘুমে ব্যাঘাত
চেঁচামেচি করি দুইয়ে,
খাট ছেড়ে রেগে গিন্নী
শুয়ে পড়ে নীচে ভূঁইয়ে।


রাগ ভাঙাতে চেষ্টা করি
মাটিতে পাশে শুয়ে পড়ি
ভাঙ্গেনা রাগ কিবা করি
মিষ্টি  হাসিতে আদর করি।


শেষে সন্ধি মনে বাঁন্দি
করবো আজি হতে প্রাণায়াম,
নাকের  ডাকা হবে বন্ধ
ঘুমের হবে বড্ড আরাম।